২নং গুজাদিয়া ইউনিয়ন
করিমগঞ্জ, কিশোরগঞ্জ ।
গুজাদিয়া ইউনিয়নের একমাত্র ঐতিয্যবাহী পাদনাগরদাম গুস্বামীর আখড়া মন্দির । এটি খয়রতহাটী গ্রামে অবস্থিত । এই মন্দিরে অনেক বড় আয়োজন করে প্রতিবছর ডুল পূজা হয়ে থাকে । ডুল পূজার পাশাপাশি বড় ধরনের মেলাও হয় । মেলায় অনেক ধরণের জিনিসপত্র পাওয়া যায় যেমনঃ- মাটির তৈরি খেলনা, টব, হাড়ী পাতিল, পশুপাথি এছাড়াও বিভিন্ন রকমের সাজ সজ্জার জিনিস পাওয়া যায় । অনেক দূর দূরান্ত থেকে লোকজন এ ডুল পূজা ও মেলা দেখতে আসে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস